ক্যাম্পাসবিশ্ববিদ্যালয়
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে আবারো কারণ দশানোর নোটিশ ইউসিজির

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এএমএম শামসুর রহমানকে আবারো কারণ দশানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউসিজি)।
গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এএমএম শামসুর রহমানের বিভিন্ন দুর্নীতি ও রাষ্ট্রপতিকে মামা পরিচয় দেওয়ার জন্য ইউসিজি শোকজ করে ৭ দিনের মাঝে কারণ দশানোর নোটিশ দেয়।
এই দিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ট্রেজারার ২৯ অক্টোবর কারণ দশানোর জবাবপত্রে সঠিক কারণ ও সুস্পষ্ট কোন বক্তব্য প্রদান না করতে পারায় ইউসিজির সচিব ড.মোঃ খালেকের স্বাক্ষরিত তিন কর্ম দিবসের মাঝে আবারো কারণ দশানোর নোটিশ প্রদান করা হয়েছে।