তথ্য-প্রযুক্তি
৫ ডিসেম্বর ঢাকায় আসছে রোবট ‘সোফিয়া’

ঢাকা: সৌদি আরবে প্রথম নাগরিকত্ব পাওয়া নারী রোবট সোফিয়া। এবার এই রোবট ঢাকায় আসছে। প্রতিমন্ত্রীর আমন্ত্রণে ৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সোফিয়ার। সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জানা গেছে, আসছে ৬ ডিসেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া দেশের বৃহত্তম তথ্য-প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থাকবেন সোফিয়া এবং সঙ্গে থাকবেন তার ‘জন্মদাতা’ ডক্টর ডেভিড হ্যানসন।
ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হবে সোফিয়া। সেদিন রাতেই খ্যাতনামা অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো দেখতে সোফিয়ার ঢাকা ছাড়ার কথা রয়েছে।