ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত -১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ী কুমারপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাহ্দীন সুয়েটার্স এর সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাক চাপায় আমজাত আলী (৬৫) নামের ব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়। জানাযায়, (২৮নভেম্বর) মঙ্গলবার রাত ১০টার সময় মাহ্দীন সুয়েটার্স এর সিকিউরিটি ইনচার্জ আমজাত আলী কর্মস্থল হতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তাপার হচ্ছিলেন। ঢাকাগামী একটি বালি ভর্তি অজ্ঞাত ট্রাক চাপাদিয়ে চলেগেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আমজাত আলী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি উত্তর পাইলাব গ্রামের মৃত: মাজেম আলীর ছেলে।