ভালুকায় হবিরবাড়ী ইউপিতে উন্নয়ন সভা ও স্থায়ী কমিটির আইন শৃংখলা মিটিং অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির আইন শৃখলা মিটিং ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ডিসেম্বর) সকালে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ এর সভাপতিত্বে এ সময় সাবেক চেয়ারম্যান ও আ‘লীগ হবিরবাড়ী ইউনিয়ন সভাপতি হাজী নিজাম উদ্দিন,সাবেক চেয়ারম্যান আলহাজ আবুবকর সিদ্দিক,সাবেক আলহাজ মো: জামাল হোসেন, আ: করিম সিকদার,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান খান, ইউনিয়ন বিএনপি সভাপতি আ: সালাম মেম্বার,বাজার সমিতির সভাপতি হাজী শাহাব উদ্দিন তালুকদার, বাজার সমিতির সাধারন সম্পাদক গাজী লাল মামুদ সরকার,ইউনিয়নের মুক্তিযোদ্ধা, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যা, সুশিল সমাজে প্রতিনিধি,শিক্ষক, সাংবাদিকসহ ইউনিয়নের সকল পর্যায়ের সরকারী সংস্থার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় হবিরবাড়ী ইউনিয়নের উন্নয়ন সংশ্লীষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্টান শেষে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মধ্যাহ্ণভোজের আয়োজন করা হয়।