শ্রীপুরে ধর্ষণের পর মাদ্রাসার ছাত্রী খুন আটক -১
এস এম সোহেল রানা,শ্রীপুর প্রতিনিধি :-গাজীপুরের শ্রীপুরে উত্তর গাজীপুর গ্রামে ধর্ষনের পর মাদ্রাসার ছাত্রী মৌসুমী আক্তার (৮)কে হত্যা করেছে দূবৃত্তরা। হত্যার ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে। নিহত মৌসুমী গাজীপুর সিনিয়র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী এবং ওই গ্রামের কুদ্দুছ আলীর কন্যা।হত্যা কান্ডের সাথে জরিত সন্দেহে পুলিশ নিহতের সত ভাই চকপাড়া গ্রামের মৃত হাছেন আলীর পুত্র ইদ্রিস আলীকে আটক করেছে।
জানাযায়, নিহতের পিতা কুদ্দছ আলী বয়োবৃদ্ধ অসুস্থ্য। তার মা রমিজা খাতুন অন্যের বাড়ীতে ঝিঁয়ের কাজ করে সংসার চালায়। মৌসুমীর প্রতিবেশী গাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও একই গ্রামের আঃ আউয়ালের ছেলে জয় (১৫) তার নানা করম আলীর বাড়ীতে থেকে লেখা পরা করতো।
ক’দিন ধরেই জয় মৌসুমীকে উত্যক্ত করে আসছে। মৌসুমী ঘটনাটি তার মা রমিজাকে জানায়। শনিবার সকালে রমিজা জয়ের নানার বাড়ীতে গিয়ে ঘটনাটি তার নানা নানিকে জানায়। বিকেলে রমিজা অসুস্থ্য স্বামী কন্যাকে রেখে আতœীয় বাড়ীতে যায়। মৌসুমীর সত বড় ভাই ইদ্রিসআলী বলে সে রাতে পাশের গ্রামে বাউল গানশুনে। ভোর পাঁচ টারদিকে এসে মৌসুমীকে নিহত অবস্তায় দেখতে পায় । নিহতের মা রমিজার অভিযোগ ফাঁকা বাড়ীতে জয় তার মেয়েকে পরিকল্পিত ভাবে ধর্ষণের পর হত্যা করেছে।
সরেজমিনে দেখাযায় , ঘটনার পর থেকে জয় পলাতক রয়েছে। তদন্ত কারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শ এখলাশ উদ্দিন জানায় এটি ধর্ষণের পর হত্যাকান্ড। নিহতের গোপনাঙ্গ দিয়ে রক্ত জড়ছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নরয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করছে।