ঝিনাইগাতী মুক্ত দিবস উপলক্ষে আলোচনা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী : ৪ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে এই প্রথম মুক্তযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দিনব্যাপী আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফকির আব্দুল মান্নান মাষ্টার। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু ছালেহ্ আহাম্মদ’র সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম সেজু’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক শাহ আলম, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক ছাত্রলীগ সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ আবুল হাসেম প্রমূখ। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার। এ সভায় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ এবং আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সন্তান। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিগণ।