সাহিত্য সংবাদসাহিত্য সাধনা

কবি ও ছড়াকার সফিউল্লাহ আনসারী পেলেন কাব্য কথা সাহিত্য সম্মাননা

বিশেষ প্রতিবেদক: কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৭ পেয়েছেন তরুণ লেখক কবি, ছড়াকার, কলামিষ্ট সাংবাদিক সফিউল্লাহ আনসারী । ছড়ার জন্য বিশেষ অবদান রাখায় তাকে এ পদক দেয়া হয়।ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় নবীন-প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয় নিয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে কাব্যকথা সাহিত্য উৎসব-২০১৭।

22

এবছর কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৭ ও মরমী কবি হাছন রাজা স্মৃতি পদক প্রাপ্তরা হলেন– কবি মেহরাব রহমান (কাব্যকথা), কবি মঞ্জুরুল আলম (কাব্যকথা), কবি আছমা জামান (কাব্যকথা), কবি-ছড়াকার সফিউল্লাহ আনসারী (কাব্যকথা), আবৃত্তি একাডেমী (কাব্যকথা), মো, ফটিক মিয়া (হাছনরাজা) কথাশিল্পী সুফিয়া বেগম (হাছনরাজা) শাহনাজ পারভীন নাজ (হাছনরাজা), কবি ড. শাহনাজ পারভীন (হাছনরাজা) (প্রেসবিজ্ঞপ্তি)

1

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button