ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকায় কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সাইট্রাস ডেভলপমেন্ট এর আওতায় এক দিনব্যাপি কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৭ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপি এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য ও ট্রেনিং প্রদান করেন, অতিরিক্ত পরিচালক ময়মনসিংহ অঞ্চল মো: আসাদুল্লাহ,উপ পরিচালক খামারবাড়ী ময়মনসিংহ মো: আব্দুল মাজেদ,জেলা প্রশিক্ষন অফিসার মো: হাবিবুর রহমান,উপজেলা কৃষি অফিসার ভালুকা সঞ্জয় কুমার পাল,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার ভালুকা এনামুল হক প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন কৃষক ও কৃষাণীকে লেবুজাতীয় ফল চাষের উপর প্রশিক্ষন শেষে মাল্টা,লেবু,জাম্বুরাসহ বিভিন্ন ফলের ১২টি করে চারা প্রদান করা হয়।