আন্তর্জাতিক
অ্যাম্বুলেন্সে আগুনে ৪ চিকিৎসক ও নার্স নিহত

ভারতের পশ্চিমবঙ্গে অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার চিকিৎসক ও নার্স জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন।শুক্রবার দুপুরে একটি মেডিকেল ক্যাম্পে অংশ নিতে যাওয়ার পথে মুর্শিদাবাদ জেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় কোনো রোগী ছিল না অ্যাম্বুলেন্সে। আগুনে পোড়া অ্যাম্বুলেন্স থেকে একজনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় লোকজন। ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গিয়েছে।একজন প্রত্যক্ষদর্শী জানান, অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময়ই অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় ট্রাকটি। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই অ্যাম্বুলেন্সে থাকা একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে উপস্থিত লোকজন। তার অবস্থা আশঙ্কাজনক।