জাতীয়
বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দুই দিনব্যাপী এক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ বিকেলে তিনি এসব তথ্য জানান। জাতীয় মানবাধিকার কমিশন এ সম্মেলনের আয়োজন করে।
আইন মন্ত্রী আনিসুল হক বলেন, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট আজ প্রকাশিত হচ্ছে। এসময় তিনি শৃঙ্খলা বিধি প্রণয়নে বিলম্বের জন্য সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দায়ী করেন।
এরআগে বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় আপিল বিভাগ।