কবিতাসাহিত্য সাধনা
কবিতা

গোলাপের গাছে
রীনা তালুকদার
প্রতুষে কুয়াশায় ভরে আছে সবুজ মাঠ
ব্যায়ামের ভঙ্গিতে গাছেরা আছে নুয়ে
জড়াজড়ি ভালোবাসা বাসি
গোলাপের বাগানে ফুটেছে সুগন্ধি গোলাপ
কখন কে কাকে দিবে তুলে সেই ভাবনায়
গোলাপ আর গাছে লেগেছে বিজয়ের পাঠ।