শ্রীপুরে স্কুল ছাত্রী ধর্ষণকারী গ্রেফতার

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে স্কুলছাত্রী(১৫)কে ধর্ষণের অভিযোগে রনি মিয়া (১৮) কে গ্রেফতার করেছে । সে উপজেলার টেপিরবাড়ী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। নির্যাতিত ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মঙ্গল বার রাতে শ্রীপুর থানায় রনি ও তার সহযোগী আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলা সূত্রে জানাযায়, টেপিরবাড়ী মডেল প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের ৭ম শ্রেণীর ছাত্রীকে রনি স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিত। রনির প্রস্তাবে ওই ছাত্রী রাজী না হওয়ায় ক্ষিপ্ত রনি তাকে হুমকী দিয়ে আসছে। গত রবিবার বিকেল চারটার দিকে রনি তার সহযোগী আনোয়ার কে দিয়ে কৌশলে ওই ছাত্রীকে তার বাড়ীতে ডেকে নেয়। পরে ফাঁকা বাড়ীতে ঘরে আটকিয়ে আনোয়ারের সহায়তায় রনি ওই ছাত্রীকে জোড় পূর্বক ধর্ষণ করে। এঘটনায় ওই ছাত্রীর বাবা শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্ত এস.আই মহসিন জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষক রনিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।