জাতীয়
এসপি হলেন ৯৬ পুলিশ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হয়েছেন ৯৬ জন পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি হয়।
পদোন্নতি পেয়ে পঞ্চম গ্রেডে গেলেও এই কর্মকর্তারা বর্তমানে যে যে পদে দায়িত্ব পালন করছেন, তা চালিয়ে যেতে বলা হয়েছে। কারণ, পুলিশ সুপারের ওই পরিমাণ পদ বর্তমানে খালি নেই।
এই ৯৬ জনের মধ্যে তিনজন পুলিশ সুপারের চলতি দায়িত্ব পালন করছেন। তারা হলেন- পুলিশ স্টাফ কলেজের ইকবাল হোসেন, ঢাকা রেঞ্জ অফিসের আবুল বাশার তালুকদার এবং এনটিএমএস’র আব্দুল মান্নান মিয়া।