সারা ভালুকাহবিরবাড়ি

ভালুকায় বিজয় দিবস উদযাপন

ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ভালুকা স্মৃতিসৌধে সর্বস্তরের জনতা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯ টায় ভালুকা ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচী শুরু হয়। উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন, স্কুল, কলেজ এর ছাত্র ছাত্রী, আনসার, ভিডিপি ও পুলিশ বাহিনীর সদস্যরা কুজকাওয়াজ ও শারিরিক কসরত সহ খেলাধুলায় অংশ নেয়।

Bhaluka Mymeningh

উপজেলা প্রশাসনের পক্ষ হতে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করা হয়। মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এম পি, উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, পৌর মেয়র মেজবাহ উদ্দীন কাইয়ূম, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, ওসি মামুন অর রশীদ (পিপিএম) প্রমুখ। সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অপরদিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়ায় আব্দুল গণি মাস্টার উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের এক বিজয় র‌্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আলহাজ্ব লায়ন মোঃ আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাজী আব্দুস সাত্তার, দাতা সদস্য হাজী রফিকুল ইসলাম রফিক, জামাল হোসেন মেম্বার, জিয়াউর রহমান জিয়া প্রমূখ। হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর নেতৃত্বে বিজয় দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button