সারা দেশ

গাজীপুর জেলা ছাত্রলীগের ব্যতিক্রম পতাকা মিছিল

গাজীপুর প্রতিনিধিঃগাজীপুর জেলা ছাত্রলীগের পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগ সেক্রেটারী জাহিদুল আলম রবিন এর নেতৃত্বে ১৬ই ডিসেম্বর সকাল এগারটায় শ্রীপুর উপজেলার ঢাকা –ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা ওড়াল সেতুর নিচে এ পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদপুত্র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. জামিল হাসান দূর্জয়সহ আওয়ামী নেতাকর্মীবৃন্দ। এ সময় ওড়াল সেতুর নিচে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন রানৈতিক দল ও সংগঠন শনিবার ভোরে র‌্যালিসহ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। একটি সেচ্ছাসেবী সংগঠনের বিনামূল্যে রক্ত পরীক্ষা কার্যক্রমও ছিল আয়োজনে।

বিজয়ের ৪৬তম বছরের উদযাপন উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতারের নেতৃত্বে শনিবার ভোরে বিজয় রেলিসহ শ্রীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ করা হয়। পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্তরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংসদ ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট রহমত আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যাদের সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার ভোরে র‌্যলি ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে বিএনপির উপজেলা, পৌর ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। র‌্যালিটি শ্রীপুর পৌরশহরে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সকাল ১০টায় শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানিক পতাকা উত্তোলন, গার্লস গাইড, রোভার স্কাউট, বিএনসিসি ও উপজেলার বিভিন্ন স্কুলের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন সাংস্কৃতিক পরিবশেনাও ছিল।

এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ র‌্যালি করে শ্রীপুর উপজেলার সংবাদিকদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি- বেসরকারি সংগঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button