ঝিনাইগাতীতে ভ্রমণে এসে ঘরে ফেরা হলোনা ছাত্র শাকিলের

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ ১৬ডিসেম্বর মহান বিজয় দিবসে শেরপুরের ঝিনাইগাতীর গজনী অবকাশে বেড়াতে এসে ছাত্র শাকিলের আর ঘরে ফেরা হলোনা। মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় সে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর আনুমানিক ১ঘটিকার দিকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, জামালপুর জেলার বকসীগη উপজেলার গোপালপুর গ্রাম থেকে একটি মটর সাইকেল যোগে ৩বন্ধু মিলে বেড়াতে আসে গজনী অবকাশে। বেড়ানোর শেষে বাড়ীর পথে রওনা হলে তাওয়াকুচা বীট অফিসের আনুমানিক ৩শত গজ পূর্ব পাশের্^ মটর সাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গজারী গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শাকিল মিয়া(১৭) এর মৃত্যু ঘটে অপর দুই যাত্রী আহত হয়। নিহত শাকিল গোপালপুর গ্রামের ফজলুল করিমের ছেলে। আহতরা একই গ্রামের মাতাহারের ছেলে ইসমাইল হোসেন(১৮) এবং শাহ আলমের ছেলে আসাদুল্লাহ(১৭)। জানা গেছে তারা তিন জনই ২০১৮ সালে স্থানীয় বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলো। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ^াসের নির্দেশে এইআই মোঃ সাজেদুল ইসলাম, এএসআই মিজানুর রহমান ও আব্দুল আজিজসহ সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আহত দুই ছাত্রকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ছাত্র থানার হেফাজত থেকে ফেরত দেওয়া সহ একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে ওসি বিপ্লব কুমার বিশ^াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।