নবীগঞ্জে সিএইচটিমিডিয়া২৪কম পত্রিকার ৩য় প্রতিষ্টাবার্ষিকী পালন
নবীগঞ্জ প্রতিনিধিঃ মুক্তিযদ্ধের অকুতোভয় সৈনিক সাব সেক্টর কমান্ডার দৈনিক মাতৃভুমি পত্রিকার সাবেক প্রকাশক মেজর(অবঃ) সুরঞ্জন দাশ বলেন,সমাজের সকল অন্যায় অবিচার রোধে সংবাদপত্র অগ্রনী ভুমিকা পালন করে থাকে। সংবাদপত্রে সব সময় সমাজের অবহেলিত বঞ্চিত সাধারন মানুষের কথা বলতে হবে। সমাজের মানুষের মাঝে সঠিক খবর জানাতে সিএইচটিমিডিয়া২৪কম গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে আসছে। তাই মুক্তিযুদ্ধের সঠিক আদর্শ সমাজে বাস্তবায়নে সাংবাদিকদের গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করতে হবে। তিনি আজ রবিবার বিকালে নবীগঞ্জ মধ্য বাজার কার্য্যালয়ে সিএইচটিমিডিয়া২৪কম অনলাইন পত্রিকার ৩য় প্রতিষ্টাবার্ষিকী পালন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিএইচটিমিডিয়া২৪কম হবিগঞ্জ প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি চিলেন নবীগঞ্জ পৌসভার সাবেক মেয়র নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী,সাবেক সভাপতি এটি এম সালম,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, ৮ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা,সহ-সভাপতি সরওয়ার শিকদার,সাধারন সম্পাদক সলিল বরন দাশ,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়, মোঃ আব্দুল কাদির,রিপ্টু তালুকদার প্রমূখ।
নবীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে বাই সাইকেল র্যালী
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭ মহান বিজয় দিবস উপলক্ষে নবীগঞ্জ লাল-সবুজ সাইক্লিং ক্লাবে’র উদ্যোগে গত শনিবার বিকেলে বাই সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া লাল-সবুজ সাইক্লিং ক্লাবে’র “আমার সোনার বাংলাদেশ, সবার চাইতে বেশ” শিরোনামের একটি থিম সং বাজানো হয়। পরে র্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবপুর ব্রিজ হয়ে নবীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বাংলাদেশের স্বাধীনতার “গৌরবের ৪৬ বছর” এই মূল মন্ত্রকে সামনে রেখে তরুণ সাইক্লিস্টরা এই বিজয় দিবস রাইডে অংশ নেন। লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম তারেক, সাধারন সম্পাদক মোজাহিদ আহমদ এবং দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন বোরহান র্যালীটি পরিচালনা করেন। এতে অংগ্রহণ করেন সামুয়েল, জাবের, রুহুল আমিন, মইনুল, মারুফ, হৃদয় সহ প্রায় ৬০জন সাইক্লিস্ট। পথিমধ্যে বিজয় দিবসের ও মুক্তিযুদ্ধের কিছু কথা সাইক্লিস্টদের উদ্দেশে বলেন বীর মুক্তি যুদ্ধা মেজর ( অব.) সুরঞ্জন দাস। আয়োজকরা জানান- বিজয়ের মাসে তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে এবং পরিবেশ বান্ধব বাহন হিসেবে সাইকেলের ব্যবহার বাড়াতে এই র্যালী করা হয়েছে।