ভালুকা উপজেলাভালুকা পৌরসভাসারা ভালুকা
ভালুকায় আসন্ন বড় দিন উপলক্ষে মতবিনিময় সভা

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধঃ ময়মনসিংহের ভালুকায় আসন্ন বড় দিন উপলক্ষে উপজেলার সকল গির্জা,ক্যাথলিক মিশন,খ্রীষ্টান ধর্মালম্বীদের সাথে ভালুকা মডেল থানায় শুক্রবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভালুকা মডেল থানা (ওসি) মামুন অর রশীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভালুকা মডেল থানা ওসি(তদন্ত) হযরত আলী, ভালুকা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী মলয় কুমার নন্দী,বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ভালুকা শাখার সাধারণ সম্পাদক জন সংমা প্রমুখ।এ সময় প্রত্যেক চার্যের সভাপতি এবং সম্পাদক উপস্থিত ছিলেন।