জাতীয়

করোনায় আরোও ৩৮ জনের মৃত্যু নতুন সনাক্ত ৩৮০৩

অলাইন ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এনিয়ে মোট মারা গেলেন এক হাজার ৩৪৩ জন। এছাড়া একই সময়ে আরও তিন হাজার ৮০৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ দুই হাজার ২৯২ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯৭৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৭,৫২৭টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৪,০০৮ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৯৮,৪৮৯ জন। আর গতকাল আরও ৪৩ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৩০৫ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ১,৯২৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৮,১৮৯ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button