অর্থনীতি

সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি-২০১৮

অনলাইন: দেশের  ৮টি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একসঙ্গে ‘সিনিয়র অফিসারের (সাধারণ)’ ১৬৬৩টি শূন্য পদে নিয়োগের পরীক্ষা আগামী ১২ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে আসনবিন্যাসও দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা সেখান থেকে তাদের আসন কোথায় পড়েছে তা জেনে নিতে পারবেন। প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। বিকেল ৩.৩০টা থেকে ৪.৩০টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক এই বছরে ১৬৬৩টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এসবের  মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১টি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০টি পদ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button