সারা দেশ
শ্রীপুরে আগুনে দ্বগ্ধ গৃহবধূর চিকিৎসাধীন মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-গাজীপুরের শ্রীপুরে আগুনে দ্বগ্ধ হয়ে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের সিরাজুল ইসলাম সেলিমের স্ত্রী তানিয়া রানী (৩০)।
নিহতের স্বামী সিরাজুল ইসলামের জানান, গত ২০ ডিসেম্বর সকালে রান্না শেষে রান্না ঘর ঝাড়– দেয়ার সময় মাটির চুলা থেকে তার স্ত্রীর শাড়ীর আঁচলে আগুন লাগলে শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়। মূমুর্ষূ অবস্থায় প্রথমে স্থানীয় মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকাবস্থায় গত মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।