কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাক্তিগত তথ্য অসংরক্ষিত !

মেহেদি জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অফিস সংরক্ষিত তথ্য অসংরক্ষনের অভিযোগ উঠেছে ।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেমিষ্টার পরীক্ষায় অংশগ্রহনের সময় অফিস সংরক্ষিত শিক্ষার্থীর তথ্য সম্বলিত কাগজ পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থিত ঝালমুড়ির দোকানে।
যেখানে শিক্ষার্থীর নাম , পরিচয়, ছবি , মুঠোফোন নাম্বার সহ রয়েছে নানা গুরুত্বপূর্ন তথ্য । যে তথ্য প্রশাসনের কাছে রক্ষিত থাকার কথা সেখানে সেই তথ্য ঝালমুড়ির দোকানে হাত মুছার কাজে ব্যবহৃত হচ্ছে ।
এ বিষয়ে সংগীত বিভাগের বিভাগীয় প্রধান ড মুশাররাত শবনম বলেন “নির্দিষ্ট সময় শেষে তা টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয় । তাই হয়তো হয়েছে” ।
নাম প্রকাশ করার না শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, শিক্ষার্থীদের তথ্য সংবলিত কাগজাদি স্নাতকোত্তর না দেয়া পর্যন্ত সংরক্ষণ রাখা বলে জরুরী ।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানান, কাগজগুলোর মধ্যে সেখানে মেয়ে শিক্ষার্থীদের তথ্য রয়েছে যা থেকে প্রশাসনের খামখেয়ালি থেকে হয়রানির শিকার হতে পারে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন বিষয়টি আমি অবগত না। এ ব্যাপারে ওই বিভাগের বিভাগীয় প্রধানের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
মেহেদি জামান লিজন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০১৯১১৭৯৭০১১