ভালুকা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

মানিক সভাপতি ফিরোজ সম্পাদক
ভালুকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় (৩০ডিসেম্বর) শনিবার বিকালে ঐতিয্যবাহী ভালুকা প্রেস ক্লাবের ২০১৮-২০ সালের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মোঃ কামরুজ্জামান মানিক (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে মোঃ ফিরোজ খান (আর টিভি, নিউ নেশন) নির্বাচিত হয়েছেন। কমিটির অপরাপর সদস্যরা হলেন সহ-সভাপতি (১) আতাউর রহমান তরফদার (দৈনিক সংবাদ) (২) এম এ ছামাদ (দৈনিক সবুজ), যুগ্ন সম্পাদক মোঃ আক্কাছ আলী (এশিয়া টিভি), কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মিয়া (যায় যায়দিন), দপ্তর সম্পাদক আবুল বাশার শেখ (আমার সংবাদ), কার্যকরী সদস্য মোখলেছুর রহমান মনির (কালের কন্ঠ) হাদিকুর রহমান হাদিছ ( আজকের ময়মনসিংহ) মোবাশ্যারুল ইসলাম সবুজ (ইনকিলাব) মোঃ শাহাব উদ্দীন(গণমুখ)।
অপর দিকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সাহিত্য সম্পাদক আসাদুজ্জামান সুমন (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া সম্পাদক মোঃ খলিলুর রহমান (সম্পাদক, সাপ্তাহিক আলোর ছোঁয়া)। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ক্লাব সদস্য মোঃ মাঈন উদ্দীন, জাহিদুল ইসলাম খান ও তমাল কান্তি সরকার। উৎসব মুখর পরিবেশে শনিবার দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোট ৪৫ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।