সারা ভালুকা
ভালুকায় সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত
ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন মোল্লা ওরফে গিয়াস মাষ্টার (৭০) মঙ্গলবার (২জানুয়ারী) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসট্যান্ড এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ আঃ সালাম জানান,নিহত জয়নাল আবেদীন সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ীর চাঁপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের লাশ বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে প্রেরণ করা হয়েছে ।