গ্রামীণ কৃষিপ্রাণের বাংলাদেশসারা ভালুকাহবিরবাড়ি
ভালুকায় বোর বীজতলায় আলোক ফাঁদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকা উপজেলার সর্বত্র চাষীরা বোর বীজতলার পরিচর্যায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন। রোববার সন্ধ্যায় হবিরবাড়ী ব্লকের পাখিরচালা গ্রামে কৃষক আফতাব উদ্দীন আতিকের বোর বীজতলায় ফসলের ক্ষতিকর ও উপকারী পোকা চিহ্নিত করনের লক্ষে আলোক ফাঁদ স্থাপন করেন হবিরবাড়ী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন- নির্বিগ্নে বোর আবাদের লক্ষে লাইনে চারা রোপন, পার্সিং পদ্ধতি অবলম্বন করতে হবে। তার আগে এক মিটার প্রশস্তে জমির পরিমাপে আদর্শ বীজতলা তৈরী করলে পরিচর্যা করতে সুবিধা ও সুস্থ সবল চারা উৎপাদন সম্ভব হয়। পরে বীজতলা কোল্ড ইঞ্জুরি থেকে রক্ষার জন্য হবিরবাড়ী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ব্যাক্তিগত উদ্যোগে ১৫ জন কৃষককে কমুলাস নামক বালাই নাশক প্রদান করেন।