মমেক ছাত্রলীগ আয়োজিত শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) এর বয়েজ হোস্টেল মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চেয়ারম্যান চ্যালেঞ্জারস ও ইনভেন্সিবল আসেস প্রতিদ্বন্দিতা করে ১-০ গোলে চেয়ারম্যান চ্যালেঞ্জারস চেম্পিয়ান হয়। বিজয়ী দল চেয়ারম্যান চ্যালেঞ্জারস এর মালিক ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন আকাক্সা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা আব্দুলাহ আল হাসান। পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তুষার, সাধারন সম্পাদক সাদ মাহমুদ জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নূরুল আজম প্রমুখ। চেয়ারম্যান চ্যালেঞ্জারস টিমে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন নিপেন্দ্র সিং নিপু এবং টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন মেহিদি হাসান শিমুল ও মোঃ সাঈম। টিমের অন্যান্য খেলোয়ার হিসেবে অংশ গ্রহন করেন লিয়ন নায়েম, রাসেল, রাকিবুল ইসলাম, মনিরুল ইসলাম ও অতিরিক্ত খেলোয়ার হিসেবে প্রস্তুত ছিলেন শহিন ও শাহেদ।