শিরোনামহীন

জেনে নিন মেয়েদের সম্পর্কে অজানা ১৪টি তথ্য

অনলাইন ডেস্ক: কথায় আছে সাপকে বিশ্বাস করিও কিন্তু নারীকে না। এ কথাটি আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি। এর পরেও প্রত্যেক ছেলেই বলে থাকেন নিজের সঙ্গীর পুরোটাই জানেন তিনি। কিন্তু যতোটা জেনে ফেলেছেন ভাবছেন, ঠিক ততোটা এখনো আপনি জানতে পারেননি। এবার জেনে নিন মেয়েদের সম্পর্কে অজানা আরো ১৩টি তথ্য।

* মেয়েরা দিনে গড়ে প্রায় ২০ হাজার শব্দ ব্যবহার করেন কথা বলার জন্য। ছেলেরা গড়ে মাত্র ৭ হাজার শব্দ ব্যবহার করেন।

* মেয়েরা তাদের পুরো জীবনের প্রায় এক বছরের মত সময় শুধুমাত্র কোন কাপড়টি পরিধান করবেন এ চিন্তা করেই কাটিয়ে দেন।

* প্রতি ৯০ সেকেন্ডে গর্ভপাত ও সন্তান জন্মদানের কারণে একজন নারীর মৃত্যুবরণ করেন।

* মেয়েরা বছরে প্রায় ৩০ থেকে ৬৪ বার কান্না করেন। ছেলেরা ৬ থেকে ১৭ বার কান্না করে।

* মেয়েরা দিনে তিনবার মিথ্যা বললে, ছেলেরা দিনে ছয়বার মিথ্যা কথা বলেন।

* মেয়েদের হৃদকম্পন পুরুষের তুলনায় বেশি। একই সময়ে পুরুষের তুলনায় হৃদকম্পনের পরিমাণ বেশি ও দ্রুত। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো জানা যায়নি।

* রাশিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় নয় লক্ষ বেশি।

* যেসব নারীদের হার্ট ও বুকে ব্যথার সমস্যা আছে, তাদের বিষণ্ণতা, বদহজম ও কাঁধে ব্যথার সমস্যাও আছে।

* ছেলেদের তুলনায় মেয়েরা কোনো কিছুর স্বাদ পরীক্ষায় বেশি পারদর্শী।

* লম্বা মেয়েদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি।

* মেয়েদের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। তাই কোন নারী যদি কখনো বলে যে তার হার্ট নেই।

* সব মেয়েরাই সুন্দর। শুধু কমতি আছে আত্মবিশ্বাসের। তাই নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। পৃথিবীতে মাত্র ২ শতাংশ নারী নিজেকে সুন্দর বলে মনে করেন ও প্রকাশ করেন।

* মেয়েরা এক মিনিটে প্রায় ১৯ বার তাদের চোখের পলক ঝাপটায়। যেখানে ছেলেরা মাত্র ১১বার। নিজে পরীক্ষা করে দেখতে পারেন।

* মেয়েরা প্রচুর স্বপ্ন দেখেন। একটি মেয়েকে স্বপ্নের কথা জিজ্ঞেস করলে তার কাছে বলার জন্য অনেক গল্প পাবেন, কিন্তু একজন পুরুষকে গত রাতের স্বপ্নের কথা জিজ্ঞেস করলে তিনি বলতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button