শ্রীপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা

এফ এম আমান উল্লাহ আমান,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর প্রেস ক্লাবের এক সাধারণ সভায় নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ নুরুন্নবী আকন্দ (দৈনিক যায়যায়দিন) ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক (মাই টিভি) নির্বাচিত হয়েছেন। ১৫ জানুয়ারী সোমবার রাতে ঐতিহ্যবাহী শ্রীপুর প্রেস ক্লাবে নেতৃত্ব নির্বাচনে এ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সদস্যগণ পুনরায় একই পদে তাদের নাম ঘোষনা হওয়ায় নতুন নেতৃত্বে আবারো প্রাণ ফিরে পাবে বলে মনে করছেন। এ নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য ১৭ জন।
নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ¯’ানীয় সংবাদকর্মীরা তাদের কাছে আরও সাংবাদিকবান্ধব ও সংগঠনের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এক দশক দায়িত্ব পালনের পর পুনরায় একই পদে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ায় সংগঠনের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিতদ্বয়।
তারা বলেন, ‘তথ্যপ্রযুক্তির আধিপত্যের যুগে সাংবাদিকতার আমূল পরিবর্তন এসেছে। নতুন করে দায়িত্বপালনের সুযোগ পাওয়ায় আমাদের প্রধানতম অগ্রাধিকার সংবাদকর্মীদের সেই ¯্রােতের সঙ্গে খাপখাইয়ে নেওয়া। যাতে আমরা সাংবাদিকতার মূল¯্রােত থেকে ছিটকে না পড়ি।’
দীর্ঘদিন সাংবাদিকদের কল্যাণে যেভাবে কাজ করেছি, বিপদে পাশে থেকেছি-তা অব্যাহত রাখব। প্রেস ক্লাবের উন্নয়নে আরও নতুন পদক্ষেপ আমরা নেব-যাতে এখানকার সাংবাদিকতা এগিয়ে যায়, এবং গণমাধ্যমকর্মীদের সক্রিয়তায় শ্রীপুর আরও উন্নত ও সম্বৃদ্ধ জনপদে পরিণত হয়।
পরে সভায় প্রয়াত সাংবাদিক “দৈনিক বাংলাদেশ সময়ের” শ্রীপুর প্রতিনিধি ইশতিয়াক আহমেদ মিঠু’র স্মরণে আলোচনা এবং শোক প্রস্তাব গৃহীত হয়।