ভালুকায় অনুমোদন বিহীন তুলা তৈরির কারখানায় আগুন
ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর বাজারে সিরাজ মার্কেটে অনুমোদন বিহীন একটি তুলা তৈরির কারখানায় আগুন লেগে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, মেশিনের ঘর্ষণের কারণে বেল্ট ছিড়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানার দুই শ্রমিক সামান্য আঘাত প্রাপ্ত হয়েছে। কারখানার মালিক শাহীন ও ছাইফুল জানান, আগুনে প্রায় ১৮/২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ কারখানাটি অনুমোদন ছাড়া চলার কারণে প্রায়ই দূর্ঘটনার ঘটনা ঘটছে। কিছুদিন পূর্বে এক শ্রমিকের আঙ্গুল কাটা যায়।