শ্রীপুরে ২’শ পিস ইয়াবাসহ গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ আজ ভোর চারটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ মোড় থেকে দু’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ ওয়াজেদ আলী (৫০) ওরফে হিরুমিয়া কে গ্রেফতার করেছে। ওয়াজেদ আলী হিরা ময়মনসিংহ সদর উপজেলার কাউলতীয়া গ্রামের রজব আলী ফকিরের ছেলে। সে কক্সবাজার জেলার কতোয়ালী থানার ১নং সমিতি পাড়ার বসবাস করত।
মামলা সূত্রে জানা যায়, ওয়াজেদ আলী ওরফে হিরু মিয়া আজ ভোর চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লীবিদ্যুৎ মোর এলাকায় ইয়াবা টেবলেট নিয়ে গুরা ফেরা করছিল। মামলার তদন্ত কারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি করে দুইশ পিস ইয়াবা টেবলেট ইদ্ধার করে। সে আন্তঃজেলা ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় শ্রীপুর থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক লুৎফুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।