শ্রীপুরে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
এস এম সোহেল রানা,শ্রীপুর:-
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত ভাসমান অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় প্রশাষন। ২৮ জানুয়ারি আনুমানিক রাত ১২ টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় কম্বল বিতরণ করা স্থানগুলোর মধ্যে শ্রীপুর রেলওয়ে ষ্টেশন, মাওনা চৌরাস্তা ও জৈনা বাজার উল্লেখ্যযোগ্য।
উক্ত স্থান গুলোতে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল জলিল ও উপজেলা নির্বাহী অফিসার জনাব রেহেনা আকতার উপস্থিত থেকে শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, শ্রীপুরের শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার সব সময় অসহায় দুঃস্থদের পাশে আছে। তৃণমূল অসহায় মানুষের কাছে সরকারি সেবা যথাযথভাবে পৌঁছে দিতে পারে অসামান্য আনন্দ অনুভব করছি। শ্রীপুর উপজেলার কেওয়া চন্নপাড়া আশ্রয়ন কেন্দ্রেসহ ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দেয়া হয়েছে।