এ আর এন নেটওয়ার্কের তয় বর্ষে পর্দাপণ
বিশেষ প্রতিনিধি: ভালুকার জনপ্রিয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠান এ আর এন নেটওয়ার্কের তয় বর্ষ পদার্পন উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ আর এন নেটওয়ার্কের কার্যালয়ে কেক কাটা,শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল আমিন,ব্যবস্থাপনা পরিচালক বুলবুল আহাম্মেদ রুপক,পরিচালক যথাক্রমে রফিকুজ্জামান রিপন, তোফায়েল আহাম্মেদ সফিক, আসাদুজ্জামান হিরা, আসাদুজ্জামান উজ্জল ও অতিথি হিসেবে এড. সাইফুল ইসলাম, হযরত আলী আরব,সাইফুল ইসলাম, সাংবাদিক সফিউল্লাহ আনসারী,শফিকুল ইলসলাম সবুজ, আবুল বাশার শেখ,আমনাউল্লাহ খান রুপা,লোকমান ফকির, মমিনুল ইসলাম,ছাত্রলীগ সভাপতি হবিরবাড়ী ইউ: নাঈম হাসান ডালিম, ছাত্র নেতাআজিজুল,সুমন,হৃদয়,সুমন প্রমূখ।
এছাড়াও নেট ব্যবসায়ী যোবায়ের আহাম্মেদ,সেলিম মাহমুদ ও আল ইমরান অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। কর্তৃপক্ষ তাদের নেটওয়ার্ক ব্যবহার করার জন্য গ্রাহদের ধন্যবাদ জানান।