বিভাগীয় খবরময়মনসিংহ
ঝিনাইগাতীতে রবিদাস উন্নয়ন পরিষদের শীত বস্ত্র বিতরণ

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শুক্রবার সকালে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ(বারউপ) এর উদ্দ্যোগে ঝিনাইগাতী উপজেলার রবিদাস পরিবারের নারীদের মাঝে শীত বস্ত্র প্রদান করা হয়। শ্রী পরেশ রবিদাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী রতন রবিদাস, মহিলা সভানেত্রী রিনা রবিদাস, শেরপুর জেলার আহবায়ক শ্রী মিলনরাম রবিদাস, শ্রী হিরা লাল রবিদাস প্রমূখ। এ অনুষ্ঠানে শতাধিক হত দরিদ্র রবিদাস নারীদের মাঝে শীত বস্ত্র প্রদান করা হয়।