বিএনপির ২গ্রুপের ৩৩ নেতা-কর্মীর নামে ভালুকায় মামলা
বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির দুই গ্রুপের ৩৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে মামলা (নম্বর-৮) দায়ের করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বিস্ফোরক আইনের ২০০২ এর ৩/৪ ধারায় সোমবার মডেল থানার এসআই রঞ্জন কুমার ভৌমিক বাদি হয়ে উল্লেখিত নেতা-কর্মীদের বিরুদ্ধে এই মামলাটি করেন।
মামলার আসামীরা হলেন, উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, মুহাম্মদ মোর্শেদ আলম, মজিবর রহমান মজু, তারেক উল্যাহ চৌধুরী, রকিবুল হাসান রাসেল, কায়সার আহমেদ কাজল, মতিউর রহমান মিল্টন, সালাউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, আজাহারুল ইসলাম মিন্টু, শহিদুল ইসলাম শহিদ, জুয়েল, আব্দুর রহিম, সেলিম তরফদার, হারুন অর রশিদ, রিপন, নাজিম উদ্দিন, জিয়াউল হাসান, আমিনুল ইসলাম ভাসান, সাখাওয়াত পাঠান, শাহজাহান মিয়া, রফিকুল ইসলাম নান্নু, সোহেল তালুকদার, আব্দুল জলিল, হারুন অর রশিদ (২), শাকিল ঢালী, এনাম, নাইমুল করিম জান্নাত, আব্দুল কাইয়ূম খান জজ, মো: কলিম উল্যাহ আমিন, মো: দুলাল মিয়া, মো: মানিক মিয়া, আবুল কালাম সহ অজ্ঞাত আরো ২০/২৫ জন ।