আন্তর্জাতিক
বেইজিংয়ে শপিংমলে ছুরি হামলায় একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে ছুরি হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১২ জন। গতকাল রোববার এই হামলার ঘটনা ঘটেছে।
জিদান জেলার জয় সিটি শপিংমলে গতকাল বিকেলে এই হামলা চালায় এক ব্যক্তি। পুলিশ হামলাকারীকে আটক করার কথা জানিয়েছে। ৩৫ বছর বয়সী ঐ ব্যক্তির নাম ঝু, তার বাড়ি হেনানের উত্তর প্রদেশ এলাকায়।
পুলিশ জানায়, ৩ জন নারী এবং ১০ জন পুরুষকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে নাম প্রকাশ করলেও বিস্তারিত জানায়নি স্থানীয় পুলিশ।
খবর রয়টার্স