আন্তর্জাতিক

কৃষ্ণাকুমারী হতে চলেছেন পাকিস্তানের প্রথম হিন্দু নারী সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রথম হিন্দু নারী সিনেটর হতে চলেছেন কৃষ্ণাকুমারী কোলহি। দেশটির সিন্ধু প্রদেশ থেকে সংখ্যালঘু সিনেটরের আসনে পিপিপির হয়ে দাঁড়াচ্ছেন ৩৯ বছর বয়সী এই নারী। পাকিস্তান নির্বাচন কমিশন ইতোমধ্যে কোলহির সমস্ত কাগজপত্র গ্রহণ করেছে। আগামী ৩ মার্চ সিনেটর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

তবে কৃষ্ণাকুমারী প্রথম নারী দলিত যিনি সিনেটর হতে চলেছেন। অবশ্য প্রথশ দলতি সিনেটর হিসেবে পিপিপি থেকে খটুমল জীবন ২০০৯ সালে নির্বাচিত হন। ২০১৫ সালে ফের দলিত সিনেটর হয়েছিলেন গিয়ানচাঁদ নামে এক ব্যক্তি।

সিন্ধু প্রদেশের বাসিন্দা কৃষ্ণাকুমারী গরীব পরিবারে জন্মান। তার প্রপিতামহ রূপলু কোলহি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। নবম শ্রেণিতে পড়াকালে বিয়ে হয়ে যায় তার। তবে পড়াশোনা থামাননি। ২০১৩ সালে সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর পাশ করে সমাজকর্মী হিসেবে পিপিপি-তে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button