শ্রীপুরে শিশুকে ধর্ষণে হত্যা, কিশোর আটক

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জৈনা বাজার এলাকার আবদার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু’র নাম লিলিমা আক্তার লিলি (৭)। সে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার পাল পাড়া চন্দ্রপুর গ্রামের ফালান উদ্দিনের কন্যা। তাঁর বাবা উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থেকে হকারের কাজ করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের কাজীম উদ্দীনের ছেলে কিশোর পারভেজ (১৪) কে আটক করেছে পুলিশ।
নিহতদের বোন হালিমা বেগম জানান,বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে ছোট ভাই সাব্বিরের সাথে খেলছিল। এসময় লোকোচুরি খেলার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে যায় পারভেজ। এরপর সন্ধ্যা পেরিয়ে রাত অনেকটা সময় হলেও লিলির খোঁজ না পেয়ে আশে পাশে খোঁজ নেয়া শুরু করে তাঁরা। পরে বাড়ি থেকে একটু দূরে মোসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশের একটি মোবাইল কোম্পানীর টাওয়ারের কাছে লিলির মৃত দেহ পাওয়া যায়। তখন লিলির পড়নে জামা কাপড় ছিল না। ঘটনাস্থল থেকে পারভেজের গেঞ্জী ও জুতা পাওয়া গেছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান,শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।