চলচ্চিত্রমিডিয়া দেশ-বিদেশ
এবার সাংবাদিক শাকিব খান

অনলাইন ডেস্ক: অনেক দিন ধরেই শোনা যাচ্ছিলো নির্মাতা কাজী হায়াত তার ৫০ তম ছবি নির্মাণের কাজ শুরু করবেন। এও শোনা যাচ্ছিলো তার নির্দেশনায় শাকিব খান অভিনয় করবেন। অবশেষে সে গুঞ্জন সত্য হলো। কাজী হায়াতের ৫০ তম ছবির নায়ক হিসেবে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান।
শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হবে ‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবিটি। সিনেমাটিতে শাকিবের নায়িকা হিসেবে থাকছেন শবনম বুবলি। আরো আছেন মৌসুমী ও ওমর সানী।
‘আমার স্বপ্ন আমার দেশ’-এ সাংবাদিক চরিত্রে দেখা যাবে শাকিবকে। যে কিনা ম্যাজিস্ট্রেটের চাকরি বাদ দিয়ে সাংবাদিকতায় এসে অনেক নাম করে।