না ফেরার দেশে ফেরদৌসী প্রিয়ভাষিণী

অনলাইন ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী। রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
এরে আগে গত ৮ নভেম্বর হঠাৎ হার্ট অ্যাটাক করায় মুক্তিযোদ্ধা প্রিয়ভাষিণী রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এছাড়া তার দু’বার হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। তিনি ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন বলেও জানা যায়।
২০১৬ সালের ১১ আগস্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ এর ৭ (ঝ) এর ধারা অনুসারে মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃতি পান প্রিয়ভাষিণী।
১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনা শহরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। সেই বাড়ির নাম ছিল ‘ফেয়ারী কুইন’ বা ‘পরীর রাণী’।
প্রিয়ভাষিণীর ব্যক্তি ও শিল্পী জীবনে নানা বাড়ির প্রভাব অপরিসীম। এই নানা বাড়িতেই কেটেছে তাঁর শৈশব-কৈশোরের দিনগুলো। তাঁর জীবন সংগ্রামে তাঁর সবচেয়ে বড় সঙ্গী ছিলেন তাঁর স্বামী।