ঝিনাইগাতীতে উপজেলা কৃষকলীগ কর্তৃক ৭মার্চ ভাষন উপলক্ষ্যে আলোচনা সভা

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের রাজমনি হোটেলের সামনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ঝিনাইগাতী উপজেলা কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা কৃষকলীগের সভাপতি সাহাজ উদ্দিন সাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ এ,কে,এম ফজলূল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক শাহ আলম ,উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়শা সিদ্দিকি রুপালী, কৃষকলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম ছােেমদুল হক, মনা মিয়া ও ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে কৃষকদের প্রতি বর্তমান সরকারের চিত্র তুলে ধরেন । সভায় কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।