রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরকে সংবর্ধনা

মেহেদী জামান লিজন,জাককানইবি প্রতিনিধিঃবঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক ১৪২২ এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কৃষি পদক ২০১৮ প্রাপ্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ এর প থেকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরকে সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (৬ মার্চ) বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে কর্মকর্তা পরিষদের আয়োজনে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর কে সংবর্ধনা এবং নবীন কর্মকর্তাদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক মো. হাফিজুর রহমান, অর্থ হিসাবের (ভারপ্রাপ্ত) পরিচালক নজরুল ইসলাম, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) শেখ জালাল উদ্দীন। স্বাগত বক্তব্য দেন কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন।
ড. হুমায়ুন কবীর তাকে এ সংবর্ধনা প্রদানের জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মেহেদী জামান লিজন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০১৯১১৭৯৭০১১