সাহিত্য সংবাদ

শ্রীপুরে শুরু হয়েছে দু’দিন ব্যাপী গ্রন্থমেলা

রাজিবুল হাসানা:  শনিবার সকাল থেকে গাজীপুরের শ্রীপুরে শুরু হয়েছে দু’দিন ব্যাপী গ্রন্থ মেলা। উপজেলার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথমদিনই উৎসব মুখর হয়ে উঠেছে বই প্রেমীদের পদচারনায়। মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে স্থানীয় লেখক থেকে শুরু করে দেশের খ্যাতমান লেখকদের বই দিয়ে। ২০টি স্টলে সাজানো রয়েছে বইয়ের পসরা। শুধু নতুন বইয়ের ঘ্রাণ নয় মেলাস্থল জুড়ে রয়েছে একই লেখকের একাধিক নতুন-পুরাতন বই।

বইয়ের টানে মফস্বলের বিভিন্নস্থান থেকে ছুটে আসছেন বই প্রেমী পাঠকরা। তারা স্থানীয় লেখকদের বইয়ের প্রতি একটু বেশি আগ্রহ দেখাচ্ছেন। তাদের চাহিদামত ঘুরে ঘুরে সংগ্রহ করে নিচ্ছেন পছন্দের বই। বলার মত বেচা-বিক্র না হলেও পাঠকদের আগমনে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। মেলায় আরো বারতি আনন্দ দিচ্ছেন লেখকরা। তাঁদের হাতে থেকে অটোগ্রাফসহ বই নিচ্ছেন ক্রেতারা। তুলনামূলক ভাবে যাদের বই বেশি বিক্রি হচ্ছে-কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি ইজাজ আহমেদ মিলন, মমিনুল ইসলাম, আমজাদ হোসেন, জয়নাল আবেদীন স্বপন, নাহার আক্কাস, রুহুল আমিন সুজন। স্কুলের পক্ষ থেকে কথাসাহিত্য ইমদাদুল হক মিলনের বই নিয়ে একটি স্টল করা হয়েছে। সকালে ওই স্টলে লেখক নিজে উপস্থিত থেকে বই বিক্রি করেন।

মেলায় আসা শিশু সাহিত্যিক মিশকাত রাসেল বলেন,‘বাচ্চারা যে হাতের কাছে বই পেলে এতো আগ্রহ নিয়ে বই সংগ্রহ করে তা আজকের এই বই মেলাই প্রমাণ। আমরা শুধু শুধু বলি এখন ছেলে-মেয়েরা বই পড়ে না। আমার মতে প্রত্যেকটি স্কুলে বই মেলার আয়োজন করা উচিত।’

আবদার থেকে আসা আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহিম ফকির নামে একজন বলেন,‘বাংলা একাডেমির বই মেলায় সবাই যেতে পারে না, এলাকায় এমন আয়োজন হওয়ায় খুব সহজে বই প্রেমীরা আসতে পারছে। আমার বিশ্বাস এমন উদ্যোগ শিক্ষার্থীদের আরো বেশি পাঠমুখী করে তুলবে।’

মেলায় আসা জামিল নামে একজন বলেন,‘মফস্বল শিক্ষার্থীদের জন্য ভিন্ন এ আয়োজন নিসন্দেহে ভালো। এতে গ্রামের শিক্ষার্থীরাও পাঠ্য বইয়ের বাইরে চিন্তা করতে শিখবে। গ্রামের শিক্ষার্থীদের উৎসাহিত করবে,এটা হতে পারে সারা দেশের মডেল।’

সকাল সাড়ে দশটায় শ্রীপুুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল পায়রা ও বেলুন উড়িয়ে এ বই মেলার উদ্বোধন করেন । একই সময় উদ্বোধন করা হয় স্কুলটির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানেরও। পরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি অ্যাড.মো.হারুন-অর-রশীদের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ড.দেওয়ান মুহাম্মদ হমায়ূন কবীর। আরো উপস্থিত ছিলেন মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ,মোখলেছুর রহমান,আমির হামজা,কামাল ফকিরসহ স্কুল পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button