বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের মাঝে ৫ দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের মাঝে ৫ দিন ব্যাপী এক প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে । সোমবার সকালে বান্দরবান প্রেস ক্লাব হল মিলনায়তনে রেডক্রিসেন্ট সোইসাইটির আয়োজনে ১৯- ২৩ র্মাচ পযন্ত ৫দিন ব্যাপী প্রশিক্ষন কর্মসূচির শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বান্দরবান জেলা শাখার সাধারন সম্পাদক ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি একে :এম : জাহাঙ্গীর । এই সময় অনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর অধিদপ্তরের র্কোস সমন্বয়কারী প্রশিক্ষক কর্মকর্তা সুুপ্রিয়া সাহা , মুুমু বড়ুয়া ,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান জেলা শাখার যুব প্রধান নাজমুল হোসেন বাবলু সহ আরো অনেকে। অনুষ্ঠানে অতিথিরা প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালায় প্রশিক্ষনরত সকল শিক্ষার্এীদের মাঝে নানা দিক নির্দেশনা মুলক পরামর্শ তুলে ধরেন এবং সেই সাথে বিভিন্ন দুর্যোগকালীন মুর্হুত্বে যাতে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা তাদের কর্মদক্ষতা দিয়ে মানুষের সেবা করতে পারে তার জন্য বিভিন্ন কার্যাক্রম সম্পর্কে অবগত করেন । প্রশিক্ষনরত বিষয় গুলোর মধ্যে ৫ দিনের কর্মসুচিতে থাকছে রক্তপাত ব্যাবস্থাপনা ,পোড়া, ক্ষতের পরিচর্যা , মুর্চ্চা যাওয়া , বিষক্রিয়া সাপের কামড় , শ্বাস প্রশ্বাসের বাধা নিরুপন সহ আরো বিভিন্ন বিষয় । প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালায় ৭ টি উপজেলা থেকে মোট ৩০ জন প্রশিক্ষনার্এী অংশ নেয় এবং আগামী ২৩ তারিখ প্রশিক্ষনরত সকল শিক্ষার্এীদের মাঝে সনদ প্রদানের মাধ্যমে ৫ দিন ব্যাপী অনুষ্টানের সমাপ্তি করা হবে।