ভালুকায় বজ্রপাতে ৭ স্কুল ছাত্রীসহ আহত ৯
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ৫ম শ্রেণীর ৭জন স্কুল শিক্ষার্থীসহ আহত হয়েছে ৯জন। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪৬নং পূর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, পূর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতে ছাত্র ছাত্রী আহত হয়েছে কবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পূর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা বেগম জানান, বৃষ্টির সময় বাচ্চারা স্কুলের বারান্দায় খেলতেছিলো। এক পর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হয় তখন ৫ম শ্রেণীর ছাত্রী, স্বর্না আক্তার (১০), তানজিনা আক্তার (১১), অন্তরা (১০) নুসরাত জাহান, নৌরিন(১০), শামীমা (১০),শ্রাবনী (১০), স্কুল সংলগ্ন বাসার বারেন্দা আকিন নেছা (৫০) উপজেলার ভরাডোবা গ্রামের মর্জিনা আক্তার (৩৫) অসুস্থ হয়ে পড়ে।
ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদেরকে নিয়ে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রীরা সবাই এখন সুস্থ্য আছে।