ধর্ম

রোজাদারের মূখে নবীর দুরুদে মুখরিত শাহ কারামত আলী (রহঃ) জৌনপুরী জামে মসজিদ

 আল মিরাজ খান ঃ শতশত রোজাদারদের মূখে নবীর দুরুদ দোয়া মোনাজাতে প্রতিদিন মুখরিত হয়ে ওঠে শাহ কারামত আলী (রহঃ) জৌনপুরী জামে মসজিদ ও খানকাহ শরীফ। বরগুনা পৌরসভা কার্যালয় সংলগ্ন শাহ কারামত আলী (রহঃ জৌনপুরী জামে মসজিদ ও খানকাহ শরীফে প্রতিদিন ইফতারির সময় প্রায় ৪ থেকে ৫ শতাধিক রোজাদার ব্যক্তি ইফতার করেন এবং নামাজ পড়েন । রমজানের শুরু থেকেই এ মসজিদ ও খানকাহ শরীফে রোজাদার যুবক ,বৃদ্ধ ও শিশুরা ইফতারির সময় উপস্থিত হয়ে দোয়া মোনাজাতে অংশ গ্রহন করে । এছাড়া শবে-বরাত ও শবে-কদরে এ মসজিদ দেড় থেকে ২হাজার মুসল্লীর সমাগম হয় । ধারনা করা হচ্ছে বরিশাল বিভাগের বাহিরে দক্ষিণাঞ্চলে ইফতারিতে এক সঙ্গে এত বেশি মুসুল্লি আর কেথাও হয় না। মসজিদের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মো. রইসুল আলম রিপন বলেন পরম করুনাময় আল্লাহর সানিধ্য লাভের আশায় এখানে সু-শৃঙ্খল ভাবে সকল বয়সের রোজাদারগণ এক সঙ্গে বসে এক সাথে ইফতারি করেন । তিনি আরো বলেন মসজিদের তেমন উল্লেখ যোগ্য কোন আয়ের উৎস নেই ,আল্লাহর রহমতে চলছে । তবে মুসলিম ধনাঢ্য ব্যক্তি ,সরকারী বে-সরকারী সহযোগীতা পেলে মুসল্লীদের আর একটু ভাল সেবা দেওয়া যায়। তাছাড়া শাহ কারামত আলী (রহঃ) জৌনপুরী জামে মসজিদ ও খানকাহ শরীফে ঈদ-এ মিল্লাদুন্নবী ,শবে বরাত ,শবে-কদর সহ ইসলামের বিভিন্ন দিবসে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button