সুবিধা বঞ্চিত শিশু

শিশু আবিদ বাঁচতে চায়

কে. এম. রুবেল, ফরিদপুর: ব্রেন টিউমার ও ক্যান্সারে আক্রান্ত শিশু আশহাব আবিদ বাঁচতে চায়। ১৬ বছরের এ শিশুটি বর্তমানে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মইনুল হক সরকার এবং পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. কাজী মনজুর কাদেরের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আবিদ ম্যালিগনেন্ট স্মল রাউন্ড সেল টিউমারে আক্রান্ত। তাকে বাঁচাতে হলে দ্র”ত মস্তিষ্কে অস্ত্রপোচার করতে হবে। ভারতে নেওয়ার জন্য বলেছেন চিকিৎসকরা। এজন্য ব্যয় হবে প্রায় ত্রিশ লক্ষ টাকা। কিন্তু আবিদের পিতা এম. এ কুদ্দুসের (রাজু) পক্ষে এই পরিমাণ টাকা জোগাড় করা সম্ভব নয়। তিনি সহায়-সম্পদ বিক্রি করে সন্তানের চিকিৎসার খরচ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখন আর পেরে উঠছেন না। সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা কামনা করছেন তিনি। বিত্তবানদের আর্থিক সহায়তা পেলে দ্র”ত আবিদের মস্তিষ্কে অস্ত্রপোচার করা সম্ভব হবে। আর ব্যয়বহুল চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ঢাকার মাতুয়াইলের রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনীর এই শিক্ষার্থী আবার ফিরে যেতে পারবেন তার প্রিয় কাসে, শিক্ষক আর বন্ধুদের মাঝে।
সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুল হালিম মোল্যা, ১৪. মিরপুর রোড, নিউমার্কেট, ঢাকা-১২০৫। সঞ্চয়ী হিসাব নং: ২০১.১৫০.৩৪৩২, ঢাকা ব্যাংক, লোকাল অফিস শাখা, মতিঝিল, ঢাকা। মোবাইল নং: ০১৬১৪-০৯০১৯৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button