ভালুকাভালুকা উপজেলাভালুকা পৌরসভাসারা দেশসারা ভালুকাসাহিত্য সংবাদসাহিত্য সাধনা

ভালুকায় কবিসংসদ বাংলাদেশ‘র কাঁঠালের দেশে ‘কবি ও কবিতা’ উৎসব

 

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কবিসংসদ বাংলাদেশ ভালুকা শাখার আয়োজনে কাঁঠালের দেশে ‘কবি ও কবিতা’ উৎসব অনুষ্ঠিত।
শনিবার(৩০জুন) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলা পৌরসভার ওয়াটার হাউজের হলরুমে আয়োজিত কাঁঠালের দেশে ‘কবি ও কবিতা’ উৎসব এ মৌসুমি ফলেরও উৎসব অনুষ্ঠিত হয়। মৌসুমি ফল কাঁঠাল, আম, জাম,লটকনসহ বিভিন্ন জাত ও স্বাধের ফল দিয়ে অনুষ্ঠানে আগত কবি-সাহিত্যিকদের আপ্যায়ন করা হয়।
কবি সেলিনা রশিদের সভাপতিত্বে ও ভালুকা শাখার সভাপতি সফিউল্লাহ আনসারী সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবি হাসানাত লোকমান, উপসচিব নুরুল আলম, কবি সাব্বির রেজা, কবি সুমি সরকার, কবি এড. শাহাব উদ্দিন আহাম্মদ, মোজাম্মেল হক কিরন, শহীদ বিন এমদাদ, আ: হামিদ পাঠান, কবি রিয়েল আব্দুল্লাহ, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, ছড়াকার সফিউল্লাহ লিটন,অমৃত দেবনাথ, সামিউল ইসলাম,গল্পকার তাসলিমা আক্তার মুক্তা,ইমরুল মিশু, আবুল কালাম আজাদ, সাংবাদিক এস এম হুমায়ুন কবির,জীহাদ হোসেন,এরশাদ আহমেদ, কবি জামান শাহ, ময়না আক্তার, শিউলি আক্তার, আন্নি,মতিউর রহমান মাস্টার প্রমূখ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, বক্তব্য, কাঁঠাল নিয়ে কথা ও কবিতা, মৌসুমি ফলের উৎসব, শিল্পীদের কন্ঠে গান পরিবেশ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button