ভালুকায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
ভালুকা, (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। (১০জুলাই) মঙ্গলবার রাতে ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তির নাম রিয়ন মিয়া (১৯)। সে উপজেলার কাঁঠালী গ্রামের সুরুজ মিয়ার ছেলে। জানাযায়, একই এলাকার সুরুজ মিয়া এক দিন পরপর আধা লিটার করে গরুর দুধ ওই স্কুল ছাত্রীর পরিবার কে দেয়। গত মঙ্গলবার বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার সময় স্কুল ছাত্রী কে রিয়ন বলে, তোর আম্মা আমাদের বাড়ি থেকে দুধ নিয়ে যেতে বলেছে। এই কথা শুনে স্কুল ছাত্রী রিয়নের বাড়িতে দুধের জন্য যায়। সেখানে রিয়ন মেয়েটির মুখ চেপে ধরে তাদের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে বাড়িতে এসে এই ঘটনাটি ওই মেয়ে তাঁর মাকে জানায়। এক পর্যায়ে ঘটনাটি পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লে বাবা তার মেয়েকে নিয়ে ভালুকা মডেল থানায় গিয়ে মামলা দায়ের করেন।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেটিকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।