উন্নয়ন সম্ভাবনাপ্রাণের বাংলাদেশফটো ক্যাপশনসংগঠন সংবাদ

বরগুনায় কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

এম আর অভি: মেধা ও মননে সুন্দর আগামী-এই শ্লোগান নিয়ে বরগুনায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন। তৃণমূল পর্যায় হতে প্রতিশ্রুতিশীল কিশোর-কিশোরীদের অন্বেষণ এবং তাদের প্রতিভাকে স্বীকৃতি দানের মাধ্যমে আগামী দিনের সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ার লক্ষে এনজিও সংগ্রামের আয়োজনে পিকেএসএফ-এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্সসূচি’র আওতায় স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পযায়ে ‘বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮’ এর জন্য যোগ্য কিশোর-কিশোরী নির্বাচনের লক্ষে জেলা পর্যায়ে এই প্রতিযোগিতার মাধ্যমে ১০জন মেধাবী কিশোর-কিশোরী নির্বাচন করা হয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতায় প্রবন্ধ লেখা, কুইজ ও গাণিতিক দক্ষতা বিষয়ে দেড়ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, পাশাপাশি উপস্থিত বক্তৃতা, বিদ্যমান সাফল্য বিষয়ে সংক্ষিপ্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে এ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের সনদপত্র, গেঞ্জি, ক্রেস্ট ও ইয়েস কার্ড প্রদান করা হয়। নির্বাচিত এই ১০ জন কিশোর-কিশোরীকে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের জন্য মনোনীত করা হয়েছে। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮ এ অংশগ্রহণের জন্য এদেরকে পাঠানো হবে।
গতকাল বুধবার সকালে (২৫ জুলাই) বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধূরী মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক (বিপিএম), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. শাহাদাৎ হোসেন, বরগুনা প্রেসকাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনীরুজ্জামান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইসরাত জাহান মোনালিসা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button