ভালুকায় প্রতিদিনের সংবাদ‘র প্রতিষ্ঠা বার্ষিকী
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় দৈনিক, প্রতিদিনের সংবাদ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৭ম বর্ষে পর্দাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার শাপলা সিনেমা হল রোডের সুরবীণা সাংষ্কৃতিক সংস্থার কার্যালয়ে এ আয়োজনে প্রধান অতিথি হিসেব উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু।
সুরবীণা সাংষ্কৃতিক সংস্থার কর্ণধার, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক ও প্রতিদিনের সংবাদের ভালুকা উপজেলা প্রতিনিধি সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ফিরোজ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, বিএনপি নেতা সাইফুল ইসলাম খান, সাংবাদিক মো: শাহাব উদ্দিন, মাইটিভি প্রতিনিধি মর্জিনা মনি, মানবকন্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন, প্রথম আলো প্রতিনিধি মাহমুদুল হাসান ফোরাত, বাংলা টিভি প্রতিনিধি খোরশেদ আলম জীবন, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি হুমায়ুন কবির, ঢাকা প্রতিদিন রফিকুল ইসলাম, সাংবাদিক জাহীদ হোসেন,মো: ধনু, সিডস্টোর বাজার সমিতির সদস্য মোমিনুল ইসলাম, উমর ফারুক, দলিল লেখক মোস্তফা কামাল, শিক্ষক মফিজুল ইসলাম প্রমূখ।
বক্তারা অনুষ্ঠানে বলেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকা মান সম্মত সংবাদ পরিবেশ করে সুনাম অর্জন করেছে এবং পত্রিকাটি অতীতের ন্যায় আগামী দিনে সমাজের দর্পণ হিসেবে দেশ-দশের কল্যাণে কাজ করবে। আনন্দ মুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা-মিষ্টি বিতরণ এবং আড্ডা অনুষ্ঠিত হয়।
ভালুকা উপজেলা প্রতিনিধি সফিউল্লাহ আনসারী অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।